নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির কারণে হজ ও ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সৌদি আরব সফরকালে তিনি ওমরাহ এবং পবিত্র হজের বিষয়ে দেশটির সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সাথে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
সফরটিতে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো.মনির, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মক্কার মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সাথে প্রতিনিধি দলটির বৈঠকের কথা রয়েছে। পরে বুধবার (১৫ সেপ্টেম্বর) মক্কায় প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সফরশেষে প্রতিনিধি দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।
সান নিউজ/এফএইচপি