নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা। রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় আগামী ১ অক্টোবর থেকে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজউক অ্যাভিনিউতে বিআরটিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআরটিসি চেয়ারম্যান বলেন, যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ওই দুটি এলাকায় এসি বাসসেবা চালু করা হবে।
এর আগে ২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে এই সেবা চালু করেছিল বিআরটিসি। এরই ধারাবাহিকতায় উত্তরায়ও চালু করা হয় এই বাসসেবা। কিন্তু করোনার কারণে এই সেবা বন্ধ করে দেয় বিআরটিসি কর্তৃপক্ষ।
তবে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান আবারও চালু হওয়ায় এই সেবা চালু করা হবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, ধানমন্ডি এবং উত্তরায় বাসসেবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এতোদিন চক্রাকার বাস বন্ধ ছিল। এখন ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমরা আমাদের চাহিদার ভিত্তিতে এ সেবা চালু করবো।
সান নিউজ/এফএইচপি