জাতীয়
ই-অরেঞ্জ গ্রাহকদের আশ্বাস মাশরাফির

নারীদের বলেছি শেষ নিঃশ্বাসেও আছি

নিজস্ব প্রতিনিধি: ই-অরেঞ্জের প্রতারিত নারী গ্রাহকদের পাওনা টাকা উদ্ধারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বাসার সামনে ভিড় করেন নারী গ্রাহকরা।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ই-অরেঞ্জকে টাকা দিয়ে পণ্য না পাওয়া নারী গ্রাহকরা আমার বাড়ির সামনে এসেছিলেন। তারা পাওয়া টাকা আদায়ের জন্য সহযোগিতা চেয়েছেন। ওই নারীদের বলেছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।

গ্রাহকরা ই-অরেঞ্জের প্রতারণার দায় চাপানোয় ক্ষোভ ঝেড়ে সংসদ সদস্য মাশরাফি বলেন, আসলে আমার দায় কেন। আমি তো প্রতিষ্ঠানটির মালিক নই। যারা আসছেন তাদের বলতে পারতাম যে আইনি ব্যবস্থা নেন। কিন্তু সেটাও আমি বলিনি। তাদের বলেছি, আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

তিনি বলেন, আমি তো প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বেসেডর। এসব কথা আমাকে বলে কী লাভ? প্রতিষ্ঠানে আমার শেয়ার থাকলেও কথা ছিল। মাশরাফি আইনের বাইরে কী করবে? তারা (ই-অরেঞ্জের মালিকপক্ষ) তো জেলে। পুরো বিষয়টি তদন্তাধীন।

মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে ই-অরেঞ্জের কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। অনেকেই প্রতিষ্ঠানটির কাছে পণ্য না পেয়ে মাশরাফিকে দায়ী করছেন। এর আগে গ্রাহকরা কয়েক দফায় মাশরাফির বাড়ির সামনে বিক্ষোভ করেন। এবার তার বাড়ির সামনে ভিড় জমান নারী গ্রাহকরা।

ই-অরেঞ্জ গ্রাহকদের ১১শ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে একজন গ্রাহক রাজধানীর গুলশান থানায় এই অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, মালিক বীথি আক্তর, প্রধান পরিচালন কর্মকর্তা আমানউল্লাহ চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা কাওসার আহমেদসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করা হয়। প্রধান মালিক সোনিয়াসহ আসামিদের অনেকে গ্রেপ্তার হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা