নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)'এর ল্যাবরেটরিতে করা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। এর আগে গত রবিবার (২৪ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছিলো।
বিএসএমএমইউ ল্যাবের রিপোর্ট পেয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্ট দফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি জানান, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষা করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। সে পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সে অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন।
এরপর গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। আজ তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,এতে প্রমাণিত হলো গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকরী। এই কঠিন পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট উৎপাদনে সরকারকে অনুমতি দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম মিন্টু।