নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যূর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে, গত নভেম্বর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৭২৮। আর মারা গেওে ৫৪ জন।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজারের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণজরিত রোগে আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা ১ হাজার ৭৫৪ জন। জন্ডিস, জ্বর, আমাশয়, চোখের প্রদাহ এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন অন্যান্যরা।
সান/ এমএপি