নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আওয়াল (৬৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় মৎস্য ভবন সংলগ্ন গণপূর্ত ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আউয়াল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর আচার আলা ঘাট এলাকায় থাকতেন।
আল হাসিব নামের এক পথচারী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তারপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, প্রেসক্লাবগামী যাত্রীবাহী বাস মিড লাইন পরিবহন রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেল নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় আরো এক মোটরসাইকেল চালক ও দুই আরোহী আহত হয়েছে।
এছাড়া, মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের ভাতিজা বাবু মিয়া। তিনি বলেন এলাকা থেকে মোবাইলে খবর পাই কাকা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
এ ঘটনায় যাত্রীবাহী বাসটিকে শাহবাগ থানা পুলিশ জব্দ করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এনএএম/এমকেএইচ