সিলেট প্রতিনিধি: ‘বর্তমান সরকারের টেকসই উন্নয়ন কর্মসূচি বাংলাদেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাচ্ছে। সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। মধ্যম আয়ের বাংলাদেশ এখন স্বপ্ন নয়; অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের দিকে যাবে হবে বাংলাদেশ।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের আয় বেড়েছে। মানুষের কর্মসংস্থান এবং জীবনমান বেড়েছে। শহর থেকে গ্রাম সব জায়গায় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। শহর-গ্রামের ব্যবধান কমছে। সরকার কাঙ্খিত উন্নয়ন নিয়ে জনগণের পাশে আছে।
ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগের হাত ধরে উন্নয়ন ও সফলতা এসেছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আমরা। বর্তমান সরকার দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা শব্দটি আগে গল্পের মতো মনে হতো। এখন আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় সোনার বাংলা সত্যিতে পরিণত হয়েছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী।
সাননিউজ/এমআর