নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পল্টন থানার পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার পরনে ছিল পেন্টের প্লাজো ও গোলাপি রঙের মাঝে সাদা প্রিন্টের গেঞ্জি ছিল। শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি বলেন, পল্টন থানার টহল কালীন সময় খবর পেয়ে মহানগর নাট্যমঞ্চের সিঁড়ির পাশে মৃত অবস্থায় দেখতে পাই। এরপর তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান তিনি।
সান নিউজ/এমএইচ