নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বসিলার বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) পুলিশ উজ্জ্বলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানায়। এরপর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর ময়মনসিংহে গ্রেপ্তার চার জঙ্গিসহ জেএমবির জুলহাসসহ ১০ সদস্য তার কাছ থেকে বায়াত গ্রহণ করেন। এই দশজনই বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।
সান নিউজ/এমএইচ