নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় সবুজবাগে ভবনের ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (ডেকোরেটর শ্রমিক) ও এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে সুমন আহমেদ (২৫) নামে (এ্যালুমিনিয়াম ফিটিং মিস্ত্রি) দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে তিনি বলেন, 'পৃথক ঘটনায় মারা যাওয়া দুই শ্রমিকের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'
শফিকুলের স্বজনরা জানায়, শফিকুলের বাবার নাম ইমান আলী। পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গা নামক এলাকাতে থাকতেন তিনি। তাঁর কোনো সন্তান নেই। সবুজবাগ দক্ষিণগাঁওয়ের চন্দ্রপুরী ডেকোরেশনে কাজ করতো সে। দক্ষিণগাঁও একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের চার তলার ছাদে ডেকোরেটর সামগ্রী নিয়ে ছাদের দিকে রসুনের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায়।
এদিকে ভবনের মালিক পারভেজ রহমান জানান, ২৭১/২ এলিফ্যান্ট রোডে চারতলা ভবনের তিন তলায় থাই এ্যালুমিনিয়াম ফিটিং এর কাজ করার সময় কার্নিশের বাহিরে থেকে থাই-এর অংশ বাহিরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে সুমন আহমেদ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দুপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
সান নিউজ/এমএইচ