বিশ্ব ইজতেমা ময়দানের মূলমঞ্চে ৯৮ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা উহার সমমূল্য অর্থ। বিয়ের পর নব-দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশেপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। বিয়ে পরিচালনা করেন মাওলানা জোহায়েরুল হাসান।
তাবলীগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর।