মহাকালের গহ্বরে গত হয়ে গেলো আরেকটি বছর। শুরু হলো নতুন বছর ২০২০।
স্বাগত খ্রিস্টীয় নববর্ষ ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা আয়োজনে উদযাপন করা হয় থার্টি ফাস্ট নাইট।
সারাবিশ্বের মানুষ রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২০ সালকে স্বাগত জানায়। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন ইংরেজি বছরকে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
অনেক কড়াকড়ির মধ্যে থার্টি ফাস্ট উদযাপন করে নগরবাসী। সন্ধ্যার পর থেমে থেমে শুরু হয় পটকা-আতশবাজির ছন্দ। তার আগেই ভার্চুয়াল জগত, পাশাপাশি কার্ড-মোবাইলে এসএমএসে শুভেচ্ছা বিনিময়ে এসেছে বাড়তি আনন্দ।
পুরনো বছরের গ্লানি ভুলে নতুনকে বরণ করার উৎসবে সারাবিশ্বের একাত্মতা বিশ্ববাসীকে একটু হলেও এক সুতোয় গেঁথে রাখে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনকে নিয়ে এগিয়ে চলার আনন্দময় ও উন্নত জীবনের গল্পে এগিয়ে যাক বাংলাদেশ।
সন্ত্রাসমুক্ত সমাজ, শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশে বেঁচে থাকুক স্বপ্নরা। নতুন বছরের কাছে প্রত্যাশা ভালো থাকার, সুন্দর থাকার।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
সান নিউজ/সালি