নিজস্ব প্রতিবেদক: প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন নিজভূমি রাখাইনে ফিরতে পারে, সে জন্য আরোপিত চাপ থেকে মিয়ানমারকে মুক্ত করবে না ব্রিটেন। বাংলাদেশকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব। মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দেখভাল করায় ঢাকার প্রশংসাও করেছেন রাব।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সোমবার (৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সম্পর্ক নিয়ে বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানান। পাশাপাশি ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বাগত জানান।
এসময় আফগানিস্তানে ইস্যুতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের বিষয়ে সাড়াদানের ওপর জোর দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি কপ-২৬ সম্মেলন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকার পদক্ষেপগুলোর জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সশরীরে ড. মোমেন ও রাবের মধ্যে ২ সেপ্টেম্বর লন্ডনে বৈঠক হওয়ার কথা ছিল। চলমান উত্তেজনার কারণে ডামিনিক রাব সময় দিতে পারেননি। তাই বৈঠকটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। তবে ডামিনিক রাব এর জন্য ড. মোমেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।
সাননিউজ/এমআর