নিজস্ব প্রতিবেদক: যাঁরা বিদেশে যাবেন, তাঁদের করোনার পরীক্ষা বিমানবন্দরে করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। ৪ থেকে ৭ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের তিনটি বিমানবন্দরে চার ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট ফলাফল জানা যাবে। আগামী দু-তিন দিনের মধ্যে এ ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিদেশগামী যাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। প্রবাসীরাও সংক্রমণ শনাক্তের জন্য বিমানবন্দরে কোভিড পরীক্ষা করার দাবি করেছিলেন।
সাননিউজ/জেআই