ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল আক্তার (৪৬) নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।
শনিবার ভোর ৪ টার সময় এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, শনিবার ভোররাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪/২ এস মেইন পিলার বরাবর ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্প তারকাটার সংলগ্ন এবং বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যন্তরের নো ম্যানস ল্যান্ড দিয়ে অবৈধপথে প্রবেশ করছিলেন সাবিুল ইসলামসহ আরও বেশ কয়েকজন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) এ কে এম আতিকুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ দেশে ফেরত দেওয়ার কথাও জানিয়েছে তারা।
প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকেও জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সীমান্তে ৪ এবং বছরের শেষ মাস ডিসেম্বরে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।