নিজস্ব প্রতিবেদক: এবার সীমানা নির্ধারণ ছাড়াই করা যাবে জাতীয় সংসদের নির্বাচন। এ ব্যাপারে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ সংসদে পাস হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটি পাস হয়। আইনটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করলেই তা কার্যকর হবে। বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, প্রস্তাবিত বিলে সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে উল্লেখিত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি, ক্ষমতা অর্পণ ও কমিশনকে সহায়তা প্রদান এবং কমিশন কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে।
সান নিউজ/এনএএম/এমকেএইচ