নিজস্ব প্রতিবেদন: রাজধানীর সবুজবাগের অদূরে মানিকদিয়া সংলগ্ন এক ঝিলে ছয় বন্ধু ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক তরুণ মারা গেছেন। তার নাম জাহিদুল ইসলাম ফারদিন (২০)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
ফারদিনকে তার বন্ধু উজ্জল মিয়া, বাহাউদ্দিন, আশরাফ উদ্দিন হৃদয় অচেতন অবস্থায় রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া তিন বন্ধু বলেন, একসঙ্গে সবাই মানিকদিয়া ঘুরতে যায়। সেখানে নৌকা দেখে নৌকায় উঠি। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে ফিরলেও ফারদিন ফিরতে পারেনি । পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ফারদিনের স্বজনরা। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, আমার ছোটভাইকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে বন্ধুরা মিলে নিয়ে হত্যা করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগে তিন যুবককে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত ফারদিন যাত্রাবাড়ীর গোলাপবাগের রফিকুল ইসলাম বাবুলের ছেলে।
সাননিউজ/এমআর