নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার জন্য দীর্ঘদিন স্থগিত থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে চালু হতে পারে। এর আগেই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নির্দেশনায় বিষয়টি জানানো করা হয়েছে। এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এর ফলে চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।
সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি, দিল্লি গন্তব্যে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
এদিকে ভারতও তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
পরের সপ্তাহ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে ১০টি করে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তাব পাঠিয়েছে বেবিচক।
সান নিউজ/এনএএম/এমকেএইচ