সান নিউজ ডেস্ক:
করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বিশ্বের মধ্যে সবচে বেশি প্রকট আকাড় ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কাছে সুরক্ষা সরঞ্জাম চায় দেশটি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই'র প্রথম চালান রপ্তানি করেছে বাংলাদেশ।
করোনার এই মহামারি মধ্যে যুক্তরাষ্ট্র থেকে মোট ৬৫ লাখ পিপিই ক্রয়ের আদেশ পেয়েছে বাংলাদেশে। এই আদেশের মধ্যে এটিই প্রথম চালান। সোমবার (২৫ মে) ঈদের দিন প্রথম এই চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট বা চিকিৎসা সরঞ্জাম নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশ।
পিপিই তৈরিতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদনকারীরা। তবে তারা বলে আসছিলো স্ট্যান্ডার্ড মানের পিপিই তৈরিতে সময় লাগতে পারে। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ধাপে দেড় লাখ পিপিই রপ্তানি করা হলো।