জাতীয়

বনানীতে ক্যাপ্টেন নওশাদের দাফন সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের দাফন সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে বোন ও মায়ের কবরে সমাহিত করা হয় তাকে। তার আগে সেখানে দ্বিতীয় জানাজা হয়।

স্বজনরা জানান, বনানী কবরস্থানে মা নাসিমুস সুবা মুকুল ও বোন রাবেয়া খাতুন মিমুকে দাফনের জায়গায় সমাহিত করা হয় পাইলট নওশাদকে।

মাত্র এক বছর বয়সে ১৯৮০ সালে মারা গিয়েছিল নওশাদের বোন মিমু। তখন তাকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে। সেই কবরে পরে ২০১২ সালে সমাহিত করা হয় তাদের মাকে। বৃহস্পতিবার মায়ের কবরেই নওশাদকে সমাহিত করা হয়।

নওশাদের বাবার বন্ধু ক্যাপ্টেন আব্দুল মাজিদ জানান, বেলা তিনটায় বনানী কবরস্থানে নওশাদের দ্বিতীয় জানাজা হয়। এরপর মায়ের কবরে সমাহিত করা হয় তাকে।

নওশাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাফনের পূর্ব মুহূর্তে সেখানে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ওর জানাজায় অংশ নিতে পারিনি। তাই এখানে ছুটে এসেছি। নওশাদের কবরের পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান ফেরদৌস।

দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে পাইলট নওশাদের প্রথম জানাজা হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

ভারত থেকে দেশে আনার পর পাইলট নওশাদের মরদেহ উত্তরার বাসায় ছিল দুপুর সোয়া ১টা পর্যন্ত। এরপরই নেয়া হয় কর্মস্থল বিমান বাংলাদেশ এয়ালাইনসের কার্যালয়ে।

নওশাদের মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে আনা হয়। ভারতের নাগপুর থেকে বিমানের বিজি-০০২৬ ফ্লাইটে সকাল ৯টা ১১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আনা হয়।

সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা