নিজস্ব প্রতিনিধি
মিষ্টি উপহার দিয়ে একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ দিনাজপুরের হিলি সীমান্তে এই শুভেচ্ছা বিনিময় হয়।
সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি নামক এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের আপতৈর ক্যাম্প কমান্ডার এসআই তির্কে শিংসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার চাঁন মিয়া বলেন, ‘আজ পবিত্র ঈদ। ঈদ মানে আমাদের কাছে উৎসব। সেই উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া উচিৎ। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। সীমান্তে কর্তব্যরত দুবাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় রাখে এ লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি।’ এধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে করে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।
সান নিউজ/ বি.এম.