নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি প্রকৌশলী কাতারের দোহা হয়ে ঢাকায় ফিরেছেন। তাদের বহন করা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের ইকে ৫৮৪ ফ্লাইটে এই বাংলাদেশিরা ঢাকায় ফিরেছেন। এরা হলেন- মো. কামরুজ্জামান, রাজীব বিন ইসলাম, ইমরান হোসাইন, মো. নজরুল ইসলাম, শেখ ফরিদ উদ্দিন ও আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম।
এই ৬ বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিক ঘাঁটিতে ছিলেন ।
মোট ১৫ বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করেছেন। এর মধ্য থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার (২৭ আগস্ট) দোহায় পৌঁছায়।
সাননিউজ/এমআর