নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আদাবরে আসাদুল ইসলাম জাহিদ (৩১) নামে এক মশলা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ অর্থসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে শেখের টেক ৭ নম্বর ও ৮ নম্বর রোডের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মিরাজ হাসান জানান, আসাদুল বিভিন্ন এলাকায় রান্নার মসলা দোকানে দোকানে বিক্রি করেন। সন্ধ্যায় কাজের উদ্দেশে শেখের টেক এলাকায় বের হয়েছিলেন। পথে তিনজন ছিনতাইকারী পথ আটকে তার পেটের বামপাশে ছুরিকাঘাত করেন। তার কাছে থাকা স্যামসাং অ্যান্ড্রয়েড ও একটি বাটনফোনসহ দুইটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।
আহত আসাদুল পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সোরহাব খানের ছেলে। বর্তমানে মিরপুর ১ নম্বর শহীদ মিনার গেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।
সাননিউজ/এমআর