নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পাঠাও আরোহীর মৃত্যু হয়েছে। নিহত কবির হোসেন (৪১) গার্মেন্টস ডাইং ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পাঠাও চালক আহত হয়েছেন।
শনিবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে মিরপুর রোড কলাবাগানে ফুট ওভারব্রিজের অদূরে ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশে দুর্ঘটনাটি ঘটে।
কলাবাগান থানার এসআই সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়- নিহত ব্যক্তি শ্যামলী থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে নিউমার্কেট হয়ে নারায়ণগঞ্জে রওনা হয়েছিলেন। পথে কলাবাগানে ধামরাই থেকে ছেড়ে আসা গুলিস্থানগামী ধামরাই পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাঠাও চালককে পাওয়া যায়নি। পরে জানতে পারি তিনিও সামান্য আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটক করা হয়েছে।
খবর পেয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছুটে আসেন নিহতের স্বজনরা। নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, বড় ভাই কবির নারায়ণগঞ্জ থেকে ব্যবসার কাজে ঢাকার উদ্দেশে সকালে বের হন। ঢাকায় এসে দুপুরে রামপুরায় ছোট বোন রুনার বাসায় দেখা করতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষ করে আবার ব্যবসার কাজে বের হন। কাজ শেষে নারায়ণগঞ্জে বাসায় ফিরবেন বলেছিলেন।
নিহত কবির কুমিল্লার মুরাদনগর উপজেলার গনিপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড়। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
সাননিউজ/এমআর