নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এক জরিপে দেখা গেছে রাজধানীতে প্রায় সাড়ে তিন হাজার ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। এসব ভবনে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অভিযান চালাবে রাজউক।
শনিবার (২৮ আগস্ট) সূত্রাপুরের কুলুটোলায় 'এতটুকু বাসা' নামের হেলে পড়া ভবনটির মূল অবকাঠামো ভেঙে ফেলার কাজ পরিদর্শনে এসে রাজউকের চেয়ারম্যান এবিএম আমিন উল্ল্যাহ নুরী এ কথা জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, পুরান ঢাকার অধিকাংশ বাড়ির ভবন নির্মাণের অনুমোদন নেই। সবকিছু দেখা হলে একটি ভবনও হয়তো থাকবে না। এই জঞ্জাল ঠিক করতে হলে সময় লাগবে। এ সময় তিনি হেলে পড়া ভবনের পাশে নবনির্মিত দুটি ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করার কারণে বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।
রাজউক চেয়ারম্যান জানান, পুরান ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনার কাজ চলমান রয়েছে। এজন্য বিদেশি একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পুরান ঢাকা একটি পরিকল্পিত নগরের আওতায় আসবে।
পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, স্থানীয় কাউন্সিলর ও রাজউকের আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাননিউজ/জেআই