নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন- মিরপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরাজ আহমেদ ইমন (২০) ও সোহানুর রহমান সোহান (২০) এবং লিটল ফ্লাওয়ার মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রিয়ান।
শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মাজার রোড সেলিনা হাসপাতালের বিপরীত পাশে বসুপাড়া স্পট গলিতে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বন্ধু ও স্বজনরা।
আহতের বন্ধু আহানাফ রহমান জানান, সেলিনা ক্লিনিকের বিপরীত পাশ দিয়ে আহত তিনজন যাচ্ছিলেন। এসময় স্থানীয় কিছু ছেলে নিজেদের মধ্যে গন্ডগোল করছিল। তিনজন এসময় প্রতিবাদ জানিয়ে বলেন ‘কী হয়েছে’? এটা বলার সঙ্গে সঙ্গেই সেখানে স্থানীয় কিশোর গ্যাংয়ের শাকিব, ইমন, রায়হান, আমানসহ ১০ থেকে ১২ জন তাদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা মাজার রোড লাল কুটি এলাকায় থাকেন।
সাননিউজ/এমআর