সান নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৩ মে) ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এ শুভেচ্ছা জানান।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভুটানের প্রধানমন্ত্রী শনিবার রাত ৮টার দিকে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয় বলে তিনি জানান।
ইহসানুল করিম বলেন, আলাপকালে ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেন এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান বলে তিনি উল্লেখ করেন। প্রেস সচিব আরও বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতিও স্থান পায়।
সান নিউজ/ আরএইচ