কূটনৈতিক প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার কৃষি, ভূমি সংস্কার ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী অ্যাঞ্জেলা থোকো দিদিজার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
মঙ্গলবার (২৪ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জনে বাংলাদেশ একটি বেদনাদায়ক ইতিহাসের মধ্য দিয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি দক্ষিণ আফ্রিকার জনগণের পৃথক বিরোধী আন্দোলনের পক্ষে বাংলাদেশের জনগণের সমর্থন ও সংহতি উল্লেখ করেন এবং দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বর্ধিত সমর্থন তুলে ধরেন শুভেচ্ছা।
বন, মৎস্য ও জমি সংস্কার সহ কৃষি ও পরিবেশ এলাকায় সম্ভাব্য সহযোগিতার উপর বৈঠকে নজর দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী কৃষি ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অর্জনের ব্যাপারে ব্রিফ করেছেন এবং যৌথ উদ্যোগ কৃষি প্রকল্পের জন্য প্রস্তাব দিয়েছেন, উদাহরণস্বরূপ বাংলাদেশ উদ্যোক্তাদের দক্ষতা এবং দক্ষিণ আফ্রিকায় প্রচুর পরিমাণ অনধিকার জমি নিয়ে চুক্তি চাষাবাদ। দক্ষিণ আফ্রিকায় কৃষি সহযোগিতার কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যার নাম বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র ।
দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী বলেন, উভয় পক্ষই প্রকল্প নিয়ে আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞদের দায়িত্ব দিতে পারে। সম্পর্ক প্রসারিত করতে প্রস্তুত গার্মেন্টস, আইসিটি ও ফার্মাসিউটিক্যালসের মত সেক্টরে যৌথ উদ্যোগের পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী তারপর কৃষি সহযোগিতা জোরদার করার জন্য সরকারের বাইরে পি পি যোগাযোগের গুরুত্ব কমিয়ে দেন, মাইক্রোক্রেডিট, বাজার বাড়তি, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটালাইজেশনের মতো এলাকায় সহযোগিতা করার জন্য টেকনিক্যাল টিম গঠনের প্রস্তাব দেন। তিনি পারস্পরিক সুবিধা প্রচারের জন্য দু'দেশের কৃষি পরিষদের মধ্যে যোগাযোগের স্মারকলিপি অব আন্ডারস্ট্যান্ডিং ও সুপারিশ করেন।
সান নিউজ/এফএআর