২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৫৫ জনের। আহত হয়েছেন ১৩ হাজার ৩৩০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
শনিরাব (১১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।
প্র্রতিষ্ঠানটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে পাঁচ হাজার ৫১৬টি। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বেড়েছে সড়ক দুর্ঘটনার পরিমান। প্রাণহানির সংখ্যা বেড়েছে ৮.০৭ শতাংশ ।
২০১৯ সালে দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে বাস ১৮.৯৯ শতাংশ, ট্রাক ও কাভার্ড ভ্যান ২৯.৮১ শতাংশ ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে ২১.৪ শতাংশ।
মোজাম্মেল হক আরও বলেন, কঠোর নজরদারির কারণে মোটরসাইকেল দুর্ঘটনার হার ২০১৮ সালের তুলনায় কমেছে ৪.২৬ শতাংশ। ২০ শতাংশ সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মামলা হলেও সাজা হয়েছে মাত্র এক শতাংশ। ৮০ ভাগ সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কোনো মামলাই হয়নি।