নিজস্ব প্রতিবেদক: কিছু পর্যবেক্ষণের কারণে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের এখনও ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি এ কথা বলেন পররাষ্ট্রসচিব বিন মোমেন।
সচিব বলেন, ‘দুই দেশের সরকার নীতিগতভাবে সম্মত ফ্লাইট চালানোর বিষয়ে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এটি এখনও শুরু হয়নি। দু’একদিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশা করছি।’
সাননিউজ/এএসএম