নিজস্ব প্রতিবেদক: বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের ছয়তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায়। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে।
শনিবার (২১ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।
এমিকনের পরিচালক আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনো পানি দিয়ে যাচ্ছে।
সাননিউজ/ জেআই