নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলে থাকা অবস্থায় ২০০২ সালে সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনায় করা মামলার দণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক ক্ষুতে বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ওই আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু আপাতত তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে গিয়েছিলেন। মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে রাজধানীতে ফিরছিলেন তিনি। পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করে এবং বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য বেঁচে যান তিনি। এ সময় বহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।
সাননিউজ/এমআর