সাননিউজ ডেস্ক: দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন নগরবাসী। উত্তরার দিয়াবাড়ির ডিপো এলাকায় মেট্রোরেলের পরীক্ষা শেষ হয়েছে। এ মাসেই মূল লাইনের ভায়াডাক্টে পারফরমেন্স ট্রেস্ট শুরু হবে।
শুক্রবার (২০ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করিনি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের ভেতরেই ভায়াডাক্টের ওপরে পারফরমেন্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
এম এ এন ছিদ্দিক বলেন, ‘এটা বৈদ্যুতিক ট্রেন। ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেকগুলো বিষয় রয়েছে। তার সঙ্গে আরও অনেকগুলো কাজ রয়েছে। সেই কাজগুলো আমরা এখন চেক করছি। এ ট্রায়াল রান খুব শতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে আমরা তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবো।’
সাননিউজ/এএসএম