নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুদানের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুদানের জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট ও বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন করেছেন।
বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আমাদের শান্তিরক্ষীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণকে একটি সুযোগ হিসেবে চিহ্নিত করেন, যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরা যায়।
এ সফরে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী ব্যাট্রিক ওয়ানি নোয়াহ এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় উভয়ে খাদ্য নিরাপত্তা, আইটি ও আইসিটি, স্বাস্থ্য, মেডিকেল শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংসহ বিভিন্ন বিষয় আদান-প্রদান নিয়ে কথা বলেন।
সান নিউজ/এফএআর