সাননিউজ ডেস্ক: সাংবাদিক জাহিদুজ্জমান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি হামিদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন জাহিদুজ্জামান ফারুক। এরপর ঢাকার ইস্কাটন গার্ডেন রোডে নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। ধীরে ধীরে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। এ অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদুজ্জামান ফারুকের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাননিউজ/এমআর