নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সূত্রাপুরে কুলুটোলা ৪৭/২ তনুগঞ্জ লেনে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর জেলা প্রশাসন এটিকে সিলগালা করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য জানান।
কামরুল হাসান, বিকেলে হাজী বাড়ি নামে ছয়তলা ভবনটি হেলে পড়ার সংবাদ আমাদের কাছে আসে। বিকেল সোয়া ৫টার দিকে সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ভবন থেকে বাবুল রায় রতন (৬০) নামে এক প্যারালাইজড রোগীকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি ওই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়েছে। রাজউক চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসন ভবনকে সিলগালা করেছে।
সাননিউজ/এমআর