নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় সুমাইয়া আক্তার তন্নি (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা নিহতের খালা রহিমা বেগম জানান, মৃত তন্নির মা রেখা বেগম ৫ বছর ধরে সৌদি আরব থাকেন। বাবা আবুল কাশেম একটি কনস্ট্রাকশন ফার্মের দেখাশোনার কাজ করেন। সে সুবাদে উত্তরা থাকেন। তন্নিরা ভাই-বোনসহ তার খালা পারভীন বেগমের সঙ্গে উত্তরবাড্ডা খালপাড় ভাড়া বাসায় থাকেন। তন্নির ছোট বোন তৃষার সঙ্গে ঝগড়া করায় তার খালা শাসন করে বকা দেন। পরে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
তিনি জানান, স্বজনরা সেখান থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে এসে নিহতের বাবা আবুল কাশেম মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, আমি খবর পেয়েছি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের মৃত্যুর বিষয়টি বিভিন্নভাবে বলায় চিকিৎসক ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মৃত তন্নি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁ গ্রামের আবুল কাশেমের মেয়ে। দুই বোন এক ভাই এর মধ্যে সে ছিল দ্বিতীয়।
সাননিউজ/এমআর