নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের এক কোটি ৪ লাখ টিকা হাতে আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিবসভা নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সচিব বলেন, আমরা ২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পেয়েছি। ইতোমধ্যে তিন কোটি ১০ লাখ কেনা হয়েছে। তারমধ্যে দুই কোটি দেয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে। তা ছাড়া ক্রয়সংক্রান্ত সভায় আরও ৬ কোটি টিকা কেনার অনুমোদন পাওয়া গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভার্চুয়ালি বা অনলাইনে যেকোনো পদ্ধতিতেই শিক্ষা কার্যক্রম চালু থাকতে হবে।
সান নিউজ/এফএআর