কূটনৈতিক প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম কূটনীতির পর এবার আম কেনার দিকে মন দিয়েছে রাশিয়া। বাংলাদেশে দায়িত্বরত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর ভি মান্টিটস্কি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বুধবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
চলতি বছর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আম কূটনীতি বিশ্বে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছিলো।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন তিনি এতোদিন যত আম খেয়েছেন তা খুবই সুস্বাধু। রাশিয়ান মানুষও আম পছন্দ করে। সেখানে এর ভালো বাজার আছে। তিনি আম রপ্তানির ব্যাপারে কাজ করতে আগ্রহ পোষণ করেছেন।
আম উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে সপ্তম হলেও রপ্তানি ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।
তিনি জানান, রাশিয়ার সাথে দুই বিলিয়ন ডলারের বেশি বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে। আমাদের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য দেশটি খুবই গুরুত্বপূর্ণ।
সার আমদানির ব্যাপারে কৃষিমন্ত্রী বলেন, ডিএপিপি নামে একটি নতুন সারের ব্যবহার বাংলাদেশে বেড়েছে। আগে যেখানে ৭ লাখ টন ডিএপিপি ব্যবহার হতো এখন চাহিদা বেড়ে ১৪ লাখ টন হয়েছে। রাশিয়া থেকে এ সার কেনার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, সরকার টু সরকার। আমরা ভালো দামে রাশিয়া থেকে ডিএপিপি আনতে পারি কিনা।
সান নিউজ/এফএআর