নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে টালবাহনা করবেননা। আন্দোলনকে ভয় পাচ্ছেন কেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় নাগরিক সমাজের উদ্যোগে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ শুরুর আগে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যখন আন্দোলন হবে তখন তো হবেই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের সর্বনাশ ডেকে আনবেন না।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সংবাদমাধ্যমকে আরও বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক আমাকে রক্ষা করে অন্যকেও রক্ষা করে। কাপড়ের মাস্ক হওয়া বাঞ্ছনীয়। নয়ত পরিবেশ নষ্ট হবে।
লকডাউন ও নানা কারণে আড়াই কোটি নিম্ন আয়ের পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করতে হবে।
সাননিউজ/ জেআই