নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে যে এডিস মশার উৎপত্তি তা মধ্য ও উচ্চবিত্ত পরিবারের বাসভবনে বলে মন্তব্য করেছেন স্থপতি মোবাশ্বের হোসেন। বুধবার (১৮ আগস্ট) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বাসায় যে বাথরুম ব্যবহার হয় সেটা মশার বড় প্রজনন কেন্দ্র। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কিন্তু এইসব বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান মশা প্রজননের বড় উৎস। সরকারি সব প্রতিষ্ঠানে লাখ লাখ মশার আবাস। একটি বাড়িতে ডেঙ্গু রোগী থাকলে তার আশ পাশের ৫০০ মিটার ভিতরে ডেঙ্গু রোগী সার্চ করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক বেনজীর আহম্মেদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সামাজিকভাবে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। ঢাকায় ১৯৬৪ সালে প্রথম ডেঙ্গ ধরা পড়ে। যা পর্যায়ক্রমে ২০০০ সাল থেকে মহামারি আকার ধারণ করে। মেয়র মহদোয়কে বলবো, আমরা একটা নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আগাতে পারলে এই ডেঙ্গু মোকাবেলা সম্ভব। আমাদের টার্গেট রাখতে হবে ডেঙ্গু নিস্তার হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। সাংবাদিক ইকবাল সোবহান চোধুরী প্রমুখ
সান নিউজ /এমএম/ জেআর