নিজস্ব প্রতিবেদক : বাগেরহাট, রামপাল-মোংলা জেলা মহাসড়ক উন্নয়নে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মাধ্যমে সড়কের মান উন্নয়ন, আরামদায়ক, সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে মনে করছে বিভাগটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি সম্প্রতি একনেক সভায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৪ সালে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় প্রকল্পটি অন্তর্ভুক্ত আছে।
সান নিউজ/এনএম