নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের খবর পত্রিকার ফটোসাংবাদিক মিজানুর রহমান করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন। বুধবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'এ করোনা বুথে টেস্ট করার জন্য গিয়েছিলেন তিনি।
সেখানে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মঈনুদ্দিন আহম্মেদ জানান, মিজানুর রহমান ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি ছিল।