নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার (২০ মে) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর। ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক মহিমান্বিত বরকতময় রাত। এ রাতে ইবাদত-বন্দেগিতে মসগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এ রাতে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়। এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত।
‘শবে কদর’ শব্দটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।
এই পবিত্র রাতে হেরাগুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সূরার (সূরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়।
হাদিসে রাসুল (সা.) বলেছেন, শবে কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এ রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।
বুখারি হাদিসে বলা হয়েছে,তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।
তিনি আরও বলেছেন, মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।
হাদিসে রাসুল (সা.) বলেছেন, ২৭ রোজার দিবাগত রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই এই রজনীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানরা বেশি বেশি নফল ইবাদত করে থাকেন।