নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করেছেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৭টি ড্রেজার মেশিন সংগ্রহ করেছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, নদী মাতৃক বাংলাদেশকে রক্ষায় বিএনপি-জামায়াত জোট সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ পঁচাত্তরের খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে যমুনা নদীর জামালপুরের জামথল ও বগুড়ার কালিতলা ঘাটের মধ্যে ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, এই ফেরি সার্ভিস উদ্বোধনের মধ্যে দিয়ে ময়মনসিংহ বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের সেতুবন্ধন তৈরি হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাহাদারা মান্নান এমপি, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ জামালপুর ও বগুড়ার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সাননিউজ/ জেআই