নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বুধবার (১১ আগস্ট) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুদকের কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিক ১০৬ অথবা ০১৭১১৬৪৪৬৭৫ নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রমনা থানায় একটি মামলাও হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানান, আটক জাহাঙ্গীর বিভিন্ন সময় নিজেকে দুদক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ও ফয়সালসহ দুদকের সহকরী পরিচালক উল্লেখ করে কমিশনের চেয়ারম্যানের ভুয়া স্বাক্ষর দিয়ে পরিচয়পত্র তৈরি করে প্রতারণা করছিলেন।
সাননিউজ/এমএইচ