জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিটি কর্মসূচি নান্দনিক: নৌপ্রতিমন্ত্রী

সাননিউজ ডেস্ক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি কর্মসূচির মধ্যেই নান্দনিকতা ছিল। শুধু ধনী দেশ হলেই আমরা নান্দনিক হতে পারব না। নান্দনিকতার ক্ষেত্রে মানব উন্নয়ন লাগবে।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতির পিতা সুইজারল্যান্ডকে অনুসরণ করে সবুজ বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন। আমাদের সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করা, বাহাত্তর সালেই তিনি বলেছেন, আমাদের নদীর নাব্যতা কমে গেছে। নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্যেও তিনি সাড়ে তিন বছরে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র সেই সাতটি ড্রেজারই ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নান্দনিক চিন্তার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সারাজীবন শুনে আসছি নদী শাসন। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, নদী শাসন না, নদী ব্যবস্থাপনা। নদীকে শাসন করা যাবেনা। নদী ব্যবস্থাপনার এই শব্দের মাঝেও নান্দনিকতা রয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ই আক্ষেপ করে বলেন, কীভাবে আমাদের ঢাকা শহরকে ধ্বংস করা হয়েছে। কীভাবে আমাদের খালগুলোর মাঝে বক্স কালভার্ট করা হয়েছে। একটা মৃত শহরের দিকে ধাবিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই চিন্তুগুলোর মধ্যেও আমরা নান্দনিকতা পাই।

ঢাকা শহরকে আরো নান্দনিক করে গড়ে তুলতে চারপাশের নদী দখল উচ্ছেদের কথা তুলে ধরে তিনি বলেন, ২০ বছর আগে যে সুযোগ ছিল, এখন কিন্তু তা নেই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল ইসলাম খান, স্থপতি ইকবাল হাবিব, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য আকরামুল ইসলাম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রবীন্দ্রনাথ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃতি শিল্পী রূপা চক্রবর্তী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা