নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলছে টিকাদান কর্মসূচি। সবাইকে টিকার আওতায় আনতে বাইরের দেশ থেকে টিকা আনছে সরকার। এবার কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং থেকে বিমানের একটি উড়োজাহাজে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। টিকাগুলো বুধবার (১১ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
চীনা দূতাবাস- ‘সিনোফার্মের ১.৭ মিলিয়ন ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে বুধবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে রওনা করেছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আসছে।’
সান নিউজ/এনএম