নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় ২৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ বাহিনীকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি।
২৪১ জনসহ আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮২ জন। ঢাকাসহ সারা দেশের সকল পুলিশ ইউনিট থেকে পাওয়া তথ্য এটি। এর আগে গত ১১ মে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
পুলিশের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য রয়েছেন ১ হাজার ৪১ জন। বাকিরা রাজধানীর বাইরে কর্মরত ছিলেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যই বেশি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আক্রান্তদের মধ্যে দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।