নিজস্ব প্রতিবেদক:
মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ (১৬ মে) দুপুরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক তারেক সিকদার। বিকেলে নগর ভবন থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাপসের।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)দ্বিতীয় নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেশ কিছুদিন আগেই তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় সাড়ে ৩ মাস অপেক্ষার পর মেয়রের দায়িত্ব বুঝে পেলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবার ১৫ মে।